র‌য়্যাল থাই ও রোডস স্কলারশিপ ২০২৪

র‌য়্যাল থাই ও রোডস স্কলারশিপ ২০২৪

আজকের লেখাটির মাধ্যমে আপনি র‌য়্যাল থাই ও রোডস স্কলারশিপ ২০২৪ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও র‌য়্যাল থাই ও রোডস স্কলারশিপ এ কি কি সুবিধা পাবেন ও আপনার কি কি যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন।

শিক্ষাবৃত্তি

বৃত্তি নিয়ে বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। মেধাবী শিক্ষার্থীদের উন্নত দেশ বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। আজকে লেখাটিতে থাকছে থাই বৃত্তি ও অক্সেফোর্ডে বৃত্তি।

র‌য়্যাল থাই বৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের থাইল্যান্ডের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ রয়েছে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা বৃত্তি দিয়ে থাকে। তেমনটি একটি থাই সরকারি বৃত্তি। ২০২৪ শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ করেছে দেশটি। বৃত্তি পেলে এশিয়ার বিখ্যাত ও থাইল্যান্ডের এক নম্বর বিশ্ববিদ্যালয়’ এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’তে ফুল-টাইম মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করা যাবে।

মাহে রমাযান ও সবে কদরের ফজিলত সম্পর্কে জানতে ক্লিক করুন: মাহে রমাযান ও শবে কদর

পড়ার বিষয়সমূহ

এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট, এগ্রিকালকালচার সিস্টেম অ্যান্ড ইন্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডাটা সায়েন্স ও কৃত্রিম ‍বুদ্ধিমত্তা, ম্যানেজমেন্ট, পরিবেশ প্রকৌশল ও ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অব থিঙ্কস সেস্টেম ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ফিন্যান্স, মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ডিজাইন অব টল বিল্ডিং, টেলিকমিউনিকেশন, ট্রান্সপের্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টসহ আরও অনেক বিষয় পড়া যাবে।

আবেদন প্রকিয়া:

সম্পূর্ণ অর্থায়িত থাইল্যান্ড সরকারি বৃত্তির জন্য https://admissions.ait.ac.th এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনকারীদের অবশ্যই যোগাযোগের বিবরণ এবং ব্যাক্তিগত তথ্য সঠিকভাবে লিখতে হবে।

Asian Institute of Technology AIT) Scholarships 2024

সুযোগ-সুবিধা

  • রয়্যাল থাই সরকারি বৃত্তি সম্পূর্ণ টিউশন ফি কাভারেজ প্রদান করবে। ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফি দিতে হবে না।
  • বৃত্তিপ্রাপ্তরা বিনামূল্যে বাসস্থানের সুযোগ পাবেন। রেজিস্ট্রেশন ফিও ছাড় পাবেন।
  • বৃত্তি পেলে অধ্যয়নকালীন জীবনযাত্রার ব্যয় হিসেবে অনুদান দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই আসিয়ান দেশ বা এশিয়ার অন্যান্য দেশের নাগরিক হতে হবে।
  • রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী একাডেমিক রেকর্ড থাকতে হবে।
  • ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • মাস্টার্স প্রোগামের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই নূন্যতম সিজিপিএ ৩.৫ বা তার বেশি থাকতে হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি দক্ষতার স্কোর জমা দিতে হবে।

আপনি যদি বাংলায় প্রত্যয়ন লিখা দরকার হয় তাহলে এখানে ক্লিক করুন: বাংলায় প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

অক্সফোর্ডে বিনামূল্যে বৃত্তি

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর ও পিএইচডিতে এ বৃত্তি নিয়ে পড়তে পারবেন অক্সফোর্ড শিক্ষার্থীরা। সম্পূর্ণ বিনামূল্যে পড়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তির নাম ‘রোডস স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম প্রাচীন বৃত্তি ‘রোডস স্কলারশিপ’। রোডস বৃত্তি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আন্তর্জাতিক বৃত্তি প্রদান প্রকল্প। বৃত্তিটি ১৯০২ সালে চালু হয়। বিট্রিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ সেসিল রোডস এ বৃত্তি চালু করেন। বৃত্তির উদ্দেশ্য ছিল কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ নাগরিক নেতৃত্বের গুণাবলি ও নৈতিক সাহস প্রতিষ্ঠিত করা । শুরুতে রোডস বৃত্তিটি কমনওয়েলথ সংস্থাভুক্ত দেশগুলোর ( সঙ্গে জার্মানি ও যুক্তরাষ্ট্রও ছিল) পুরুষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট ছিল। পরে সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রোডস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ওয়াসিক সাজ্জাদ, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টোনি অ্যাবট, বক হক ও ম্যালকম টার্নবুল, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনসহ আরও অনেকে।

সুযোগ সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • আবাসন সুবিধা ।
  • উপবৃত্তি হিসাবে বছরে ১৮,১৮০ পাউন্ড।
  • বিমানে যাতায়াতের টিকিট।
  • ভিসা ফি
  • বিনামূল্যে স্বাস্থ্যবিমা।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীর বয়স ১৮-২৮ বছর হতে হবে।
  • স্নাতোকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতোকোত্তর পাস হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • ই্ংরেজিতে IELTS`র দক্ষতা সনদ লাগবে।

আবেদন প্রকিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.rhodehouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/

The Rhodes Trust Scholarships 2024

শেষকথা:

র‌য়্যাল থাই ও রোডস স্কলারশিপ ২০২৪ সম্পর্কে আমাদের জানা তথ্য আমরা শেয়ার করলাম। এখানে কোন তথ্যের হেরফের হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *